নতুন কাঠামো অনুযায়ী মজুরি সমন্বয় নিয়ে পোশাকশ্রমিকদের অসন্তোষ চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) পর এখন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলেও (ডিইপিজেড) ছড়িয়ে পড়েছে। শ্রমিক আন্দোলনের কারণে ডিইপিজেডের পাঁচটি কারখানা গতকাল রোববার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে সিইপিজেডে গত শনিবার থেকে একটি কারখানা বন্ধ রয়েছে।
সিইপিজেডের আন্দোলনরত শ্রমিকদের দাবি ছিল, প্রত্যাশিত মাত্রায় তাঁদের বেতন-ভাতা সমন্বয় করা হয়নি। একই গ্রেডে কয়েক বছর কাজ করার পর জুনিয়র ও সিনিয়রের বেতন প্রায় একই রয়ে গেছে। এ ক্ষেত্রে শ্রমিকেরা ইয়াংওয়ান করপোরেশনের কারখানাগুলোর মতো একই হারে মজুরি বৃদ্ধির দাবি জানান।
চট্টগ্রামের পর ডিইপিজেডের বিভিন্ন কারখানার শ্রমিকদের মধ্যেও আন্দোলনে ছড়িয়ে পড়ে। এ জন্য গতকাল থেকে পাঁচটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেগুলো হলো স্টাইরেক্স ফ্যাশনস, এল জেড ওয়্যার ফ্যাশনস, প্যাডকস জিনস, সিকেডিএল ও সুনার ম্যানুফ্যাকচারিং।
জানতে চাইলে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নির্বাহী পরিচালক মো. আহসান কবীর গতকাল প্রথম আলোকে বলেন, কয়েকটি কারখানায় শ্রমিকদের বেতনসংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা দেখা দিলে মালিকপক্ষ আলোচনা করে সেগুলোর সমাধান করেছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলো কাল-পরশুর (আজ সোমবার ও কাল মঙ্গলবার) মধ্যে খুলে যাবে।
0 Comments