নিউক্যাসলের মাঠে তখন ২-১ গোলে পিছিয়ে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৬৯ মিনিটে বের্নার্দো সিলভার জায়গায় মাঠে নামেন কেভিন ডি ব্রুইনা। চোট কাটিয়ে এফএ কাপে হাডার্সফিল্ডের বিপক্ষে আগের ম্যাচ দিয়েই অবশ্য মাঠে ফিরেছিলেন এই মিডফিল্ডার।

কিন্তু চোট থেকে ফেরার পর কালই প্রথম প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে মাঠে নেমেছেন। তা-ও এমন সময়ে, যখন দল রীতিমতো হারের শঙ্কায় কাঁপছিল। কিন্তু ডি ব্রুইনা নিজের অপরিহার্যতা প্রমাণে সময় নিলেন মাত্র ৫ মিনিট।