জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সাত মাস পার হলেও এখনো সশরীর পাঠদান কার্যক্রম শুরু হয়নি; যেখানে একই শিক্ষাবর্ষের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগে প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫২তম ব্যাচের সশরীর ক্লাস শুরু করতে না পারলেও ইতিমধ্যে তাদের পরবর্তী ব্যাচ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আয়োজন করেছে প্রশাসন। আগামী ২২ ফেব্রুয়ারি ৫৩ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোনো ব্যাচের ভর্তি পরীক্ষা শুরুর আগে যথাযথ পরিকল্পনা অনুযায়ী এগোতে হয়। কিন্তু প্রশাসন ৫২তম ব্যাচের ভর্তি পরীক্ষা শেষের সাত মাস পার হলেও সশরীর ক্লাস না নিয়ে একধরনের প্রতারণা করে চলেছে।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের গণরুমে না উঠিয়ে নতুন হলে আসন দিয়ে সশরীর ক্লাস শুরুর পরিকল্পনা ছিল, কিন্তু জনবল সংকটের কারণে নতুন হলগুলো তারা চালু করতে পারেনি।
0 Comments